অন্যের মাঝে খুঁজি
মানবতা বোধ-
নিজের ভিতরে সেটা
রাখিনা তো খোদ।


আপনার স্বার্থে
যদি লাগে টোকা
স্বভাবের গুণে হই
আমি একরোখা।


জীবন চলার পথে
রোজ ভুল করি-
অন্যের ভুল পেলে
খপ করে ধরি।


এই হলো আমাদের
স্বভাবের দোষ
তাই ভেবে বিচলিত
করি ফোঁস ফোঁস।।


==========
ছড়াটি আজ (০৮/১২/২০২১ইং)  “দৈনিক আমাদের সময়” পত্রিকার
বিনোদন পাতায় ‘সময়ের ছড়া’ বিভাগে প্রকাশিত হয়েছে।।