অসংগতির তপ্ত রোদে
পুড়ছে এখন দেশ,
শান্তি প্রিয় আমজনতার
বাড়ছে শুধুই ক্লেশ।


ক্ষুধার জ্বালা পেটে নিয়ে-
কেউবা খেটে যায়
কেউবা আবার বিনা শ্রমে
কোরমা-কারি খায়।


লুটেপুটে খাচ্ছে যারা-
তাদের সুখের দিন
মধ্যবিত্ত- মানুষগুলোর
বাড়ছে কেবল ঋণ।


ঋণে চাপে দিনে দিনে
বাড়ছে যাদের ক্লেশ
তাদের হৃদয় ছুঁইছে নাতো
দেশোন্নতির রেশ!