: কেমন আছিস হাদা?
  কদিন ধরে হয়নি দেখা
  দিসনি মাসিক চাঁদা!


: চালে আগুন ডালে আগুন
  মাছ-মাংসের ফালে আগুন
  শাক-সবজির ছালে আগুন
  বাড়ছে সমকালে আগুন, দাদা!


: তারপর?


:  সারাটা দিন নেড়ে দু-হাত
  থালাভরে জুটছে না ভাত
  অর্ধাহারেই কাটাচ্ছি রাত
  দেখছি রুটি পূর্ণিমা চাঁদ, ধাঁধা!


: অতঃপর?


:  নিত্যরোজের মানুষ যারা
  পাচ্ছে নাতো উপায় তারা
  হচ্ছে কেবল- দিশা হারা
  বাঁচন তাদের অন্ন ছাড়া, কাঁদা!


: বেশ বলেছিস বেশ!
  কবে হবে এমন দিনের শেষ?
  জানতে চেয়ে কেটে পড়েন
  কর্তা অনিমেশ।।