মনার ছিলো গনা টাকা
নয়শ’ বাহাত্তুর
সেখান থেকে ঊন-আশি
টাকায় কেনে গুড়,


বই আর খাতা একশ’ ঊনিষ
চৌদ্দ টাকায় কলম।
বাইশ টাকা দিয়ে কেনে-
মাথা ব্যথার মলম!


রিকসা ভাড়ায় দশ আর দশ
কুড়ি টাকাই গত!
হিসেব করে বলো মনার
অবশিষ্ট কতো?