কানাকানি করে-
          জানাজানি হয়,
সত্য প্রকাশে- কারো মনে ভয়!


কিন্তু সে তো
     আলোর মতো,
          থাকে না চাপা
               কসরৎ যতো।
কোন একদিন প্রকাশিবে নিশ্চয়!


চলার পথে-
      ভুলভ্রান্তিও থাকে।
সময় থাকতে শুধরে নিও তাকে!


নইলে পড়বে
        গ্যাঁড়াকলে,
           পার পাবে না
                  কোনই ছলে!
খেসারত দিবে জীবনের কোন বাঁকে !