সইছি কতোই যন্ত্রনা
শুনছি... গুরুর মন্ত্রনা-
দুঃখ তবুও কমছে না
জীবন মোটে জমছে না।


হচ্ছি রোজই বাধ্য যে
ভুলের প্রতিপাদ্যতে
রোগ-বালাইয়ে ছাড়ছে না
রুজি-রোজগার বাড়ছে না।


বাড়ছে শুধুই কোলাহল
নিত্য সাথী চোখের জল!
সত্যি! ঝাড়ি ঝাড়ছি না!
কিছুতেই আর পারছি না!


আয় ব্যায়ে নাই সংগতি
পোষ্য করছে ঢং অতি
উঠছে উপর থামছে না
মোটেই তারা ঘামছে না!