জন্ম নিয়েই ছুটছিরে ভাই মৃত্যুকূপের দিকে!
ভুল-ভ্রান্তি আঁকড়ে ধরে-
যাচ্ছি কত লড়াই করে;
সুযোগ পেলেই পরের জমি নিচ্ছি নিজে লিখে!
জন্ম নিয়েই ছুটছিরে ভাই মৃত্যুকূপের দিকে!!


মরণ পথের- নেই বিরতি, নেই এতটুক থামা!
জানিনা পথ কত বাকি,
নিত্য তবু দিচ্ছি ফাঁকি!
সুযোগ পেলেই নিচ্ছি খুলে পরের গায়ের জামা!
মরণ পথের- নেই বিরতি, নেই এতটুক থামা!!


পথ ফুরোলেই শূন্য দু’হাত, সংগে কিছুই নাই!
করছি তবু কাড়াকাড়ি
নিয়মনীতির ছাড়াছাড়ি
সুযোগ পেলেই ভরছি গোলা, যখন যেটা পাই!
পথ ফুরোলেই শূন্য দু’হাত, সংগে কিছুই নাই!!
=========================