মুখোশের আড়ালে গেছে এতো কাল।
যেই পড়েছে ধরা তাঁর যতো চাল।
জ্ঞানী তাই লজ্জিত,  লজ্জায় লাল!


আরাম-আয়েশে কেটে যাচ্ছিল দিন
হঠাৎ উঠেছে বেজে সত্যের বীন!
জ্ঞানী তাই স্তব্ধ। পুরো বাকহীন!


ভেবেছিল পাঙা নেবে কে এমন আছে?
আজ সেই মুখ সে কী করে বাঁচে?
জ্ঞানী তাই বিব্রত সমাজের কাছে।


একে একে খুলে গেছে সব পর্ব,
নিন্দিত তিনি আজ লোকে সর্ব।
জ্ঞানী তাই জ্ঞানহারা, খালি গর্ভ।


-----------------
কবিতাটি কবি সাধক পাগলা জাহাঙ্গীর আলমকে উৎসর্গ করা হলো। ফেসবুকে পাওয়া তাঁর একটি কবিতায় মন্তব্য করতে গিয়ে এটি লেখা বলতে পারেন- অনুকরণ করা।



----------------------------------------