খোদার পরে- মনের ঘরে
বসত করে টাকা;
টাকা ছাড়া ঘোরেনা কো-
এই পৃথিবীর চাকা!


টাকায় মিলে আরাম আয়েশ;
যখন যেমন  খেয়াল খায়েশ!


টাকা আছে হাওয়ায় ভাসো
মেলে দুটি পাখা;
যেমন খুশী তেমন করেই
স্বপনটা যায় আঁকা!


ডোম, মুচি, মেথর,চারাল-
টাকায় করে বংশ আড়াল!


টাকা ছাড়া দেননা ধরা
কোনই মামু-কাকা!
টাকা যদি না থাকে ভাই
দুনিয়াদারী-ই ফাঁকা!