এমনও তো শুনি যেই জন গুণী
রাঁধেন চুলও বাঁধেন,
বধ সেই করে তাঁরে যেই গড়ে
ওসামা বিন লাদেন।


বুদ্ধির জোরে- স্বপ্নরা ওড়ে
কখনও সীমানা ছাড়িয়ে,
অভাগার ভাগে গ্রহণটাই লাগে
হা করে দেখেছি দাঁড়িয়ে।


কাঠ-মোল্লায় রসের গোল্লা
না-ই চাখলেন জিব্বায়,
যে বোধের কানা তারেই টানা
স্বার্থের বড়ো ডিব্বায়!


বিঃদ্রঃ আসরপ্রিয় কবি জনাব ফারহাত আহমেদ -এর ২২/১০/২০২০ইং তারিখে প্রকাশিত "তালকানা-২" কাব্যের মন্তব্যে লেখা কবিতাটি প্রিয় কবির সম্মানে নিবেদন করলাম।