তেলের কথা বাদ যদি দাও
অন্য কথাও ছড়ো
তেল ছাড়া কি গাড়ি চলে?
বাড়ি চলে কারো?


তেলা মাথায় তেল মাখতে
সবাই ছুটে আসে,
তেল নাই যার মন্দ কপাল
কেউ থাকে না পাশে।


তেলেই জীবন তেলতেলে হয়
মান্যি করে সবে,
এই জীবনে তেল-মহিমার
জ্ঞানটা রাখো তবে।


তেলেই সারো দরকারী কাজ
সরকারী কাজ সবই।
সর্বপরি তেলের জোরেই
হও ছড়াকার, কবি।।