থাক না ওসব পরে।
কী আর হবে স্মৃতির পাতায়
উল্টো হিসেব করে।


তুমি গেছো তোমার পথে
লক্ষ জোযন দূরে,
এই জীবনের অক্ষরেখায়
আসবে না তো ঘুরে?
আগের মত কাঁদবে কিগো
এখন আমার তরে?


তার চে বরং ভুলে থাকো,
সেটাই বেশি ভালো
আঁধার পথে যেই প্রদীপের
হারিয়ে গেছে আলো
কী আর হবে তারে খুঁজে
রাখোইনি যা ধরে।।