(জে আর এ্যাগ্নেস এর ১৬/০৮/২০১৯ তারিখে প্রকাশিত  "তিনটি ভিন্ন কবিতা"য় প্রাণিত হয়ে মন্তব্যে লেখা আমার এই তিনটি ছড়া আসরে প্রকাশ করলাম। প্রিয় কবি জে আর এ্যাগ্নেস-এর সম্মানে নিবেদিত হলো।)


১.
দ্বন্দ্ব নিয়ে- ছন্দ পতন-
পুকুর জলে টুপ!
ধরি ধরি ঝাপিয়ে পড়ি
গভীরে দেই ডুব!


কাঁচা হাতের খোঁচায় আঁকা-
অপেক্ক সেই ছবি,
ধরতে গিয়ে ফষ্কে গেলো
কী করে হই কবি!


২.
জ্ঞানী-গুণী- ঋষি-মুনী
শিশি সবার কাছে,
খুঁজতে গেলেই বুঝতে পারি
তেল কতটা আছে!


তেলের জোরে তেলেসমাতি,
শূন্য শিশি যার-
অন্য জনের তল্পি বয়েই
জীবনটা হয় পার!


৩.
ঝোপটা বুঝে কোপটা দিতে
সবাই কিন্তু পারেনা
যে পারে সে খুব সহজে
এই সমাজে হারেনা!


গাছেরও খায়, তলার টোকায়
জীবন কাটায় আয়েশে,
সকাল বিকাল ভৃত্য ডেকে
তেলটা মাখে গায়ে সে!
----------------------