মায়ের হাসি ভালোবাসি,
মায়ের কথা মিষ্টি;
রূপটি মায়ের দেখি সদা-
ঘোরাই যদি দৃষ্টি;
মা যে আমার নয়নমণি
সবার সেরা সৃষ্টি!


শ্বাসে শ্বাসে খুঁজি আমি
মায়ের গায়ের গন্ধ;
মায়ের কথা যথা তথা
তোলে প্রাণে ছন্দ;
অথচ সেই মায়ের ভাষায়
কথা বলা-ই বন্ধ!


শাসক বলে চাঁপিয়ে দেয়া?
এমন-টা অধর্ম;
আমরা আছি দামালছেলে
মানবোনা সে র্কম;
রক্ত ঢেলে রফিক-শফিক
বুঝিয়ে দিলেন মর্ম!


সেই রফিকের ভাইটি আমি
মায়ের ভীষণ ভক্ত;
পণ করেছি উল্টে দিবোই
স্বৈরাচারীর তক্ত;
একাত্তরে আবার লড়াই-
খুবই কঠিন, শক্ত!


যাচ্ছে জীবন তবুও পণ-
বাড়ছে বুকে তেষ্টা;
চড়াই-তড়াই ন'মাস লড়াই
লক্ষ প্রাণের চেষ্টা;
রক্ত সাগর পারি দিয়ে-
তবেই পেলাম দেশটা!