নাম তার টোকলা,
দাঁত পড়ে ফোকলা,
খেতে নাকি ভালবাসে-
পটলের চোকলা||


ওর বোন আমেনা,
কোন কাজকমে না,
কথা যদি শুরু করে-
একটুও থামে না||


ওর  ভাই  টিককা,
পড়ে  শিশু  শিক্ষা,
তবু তার ঠাঁট দেখে-
গুরু  নেন  দীক্ষা||


ওর  মা  ফুদিনা,
বেচে শাকপুদিনা,
হাক দিয়ে ডাক ছাড়ে-
খদ্দের  যুদি  না||


ওর বাপ  রমজান,
কয় আলু কম খান,
অকারণে লাফ ঝাপ-
একে ওকে ধমকান||


ওর  ফুপি  বিন্নি,
রোজ রাঁধে শিন্নি,
ঘরকুনো আইবুড়ি-
সেও পাকা  গিন্নি||


ওর  কাকা  হক্কান,
হাটে ঘাটে ঠক খান,
উপদেশ দেন লোকে-
বেশী করে টক খান||


ওর জ্যেঠু জাপানি,
তাঁর কিনা হাঁপানি,
খায় নাকো দুধভাত-
চায় শুধু চা-পানি||