আর খাবো না মার!
শোধবো এখন ধার!
একটা গুঁতো দিলেই তাকে
ফেরত দিবো চার।


বাঁচবো কদিন আর
জরাগ্রস্ত- হাঁড়!
তাই ভেবোনা টুকলিকেটে*
পেয়ে যাবে পার!


বাড়লে পরে বাড়,
মটকে দিবো ঘাড়;
হলেও সে রাঘববোয়াল,
একটুও নয় ছাড়!


---------------------------------------
টুকলিকেটে > "অন্যায় করে" অর্থে ব্যবহৃত (নিজস্ব)