জানি তুমি আগের মত নেই
আমি তবু নিত্য করি ভুল
স্নানটা সেরে রোজ প্রভাতে সেই
তোমার নামে তুলি পুজোর ফুল।


পুজোয় বসে তোমার কথাই ভাবি
সবটা যেন আগের মতই আছে
প্রভুর কাছে করজোরের দাবী
একবার চাই তোমায় পেতে কাছে।


কি অভিমান তোমার মনে জমা
কেন তুমি হারিয়ে গেলে দূরে
পেলে তোমায় চেয়ে নিতাম ক্ষমা
না বাজে নাই বীণা আগের সুরে।


আমার না হয় থাকুক আঁখি জল
কষ্ট যেন তোমাকে না পায়
তুমি ভালো থেকো অবিরল
আমার জীবন যাক না যেমন যায়।