হারিয়ে খুঁজি, বাড়িয়ে খুঁজি বাহু
গিলেছে সময়, দুঃসময়ের রাহু।
দু’টিপথ ঐ দু’দিকে গেছে বেঁকে!
চাঁদ নি-খবর, আকাশ একা রেখে!


থমকে গেছে- উছল গাঙ্গের ঢেউ
রাতের ভূবন- হাসেনি তারা কেউ।
সবার বুকেই বিরহ-ব্যথার গান
তুমি নেই তাই ওরা সবে নিষ্প্রাণ।


তুমি নেই তাই কে আর ভালো থাকে
দিন কি কখনো রাতের খবর রাখে?