টুঙ্গিপাড়ার খোকা-
ন্যায়ের পথে বীর সেনানী
স্বভাবে একরোখা।


স্বাধীনতার-
স্বপ্ন চোখে এঁকে
আঙুল নেড়ে-
বলেন সবে হেঁকে-
মানবো নাকো কারো আদেশ
অধীনস্থ থেকে।


বজ্র স্বরে দিলেন তিনি
স্বাধীনতার ডাক-
মাতৃভূমি- এদেশ থেকে
বর্গী নিপাত যাক!


তাঁরই ডাকে-
সবাই জেগে ওঠে
বীর দর্পে-
রনাঙ্গণে ছোটে-
রক্ত নদী পারি দিয়ে-ই
স্বাধীনতা লোটে!


আজকে খোকার জন্মদিনে
আল্লাহ মেহেরবান-
বেহেস্তের ঐ ফুলবাগানে
দিও তাঁর স্থান!