নাই মামা চেয়ে কানামামা ভালো
মামা আনলাম ভাড়াতে;
খুব নাকি তিনি দৌঁড়-ঝাপ জানে
জানে কুংফু-কারাতে!
তার সামনে প্রতিপক্ষ কেউ-ই
পারবে না রুখে দাঁড়াতে;
বললেন মামা- “বুক ফুলিয়ে
চলবি এখন এ পাড়াতে!”
মামার কথায়- সাহসের সাথে
গেলাম ওদের হারাতে;
সবে মিলে তারা উদ্যোগ নিলো
মামাকেই আগে ঘাড়াতে!


ভাড়া করা মামা চাড়া দিতেই
খেপে গেল ওরা সকলে
যার যা খুশি- কিল, চড়, ঘুষি
মামা পড়ে গেল ধ্বকলে!
আমি পড়িমরি দৌঁড়ে পালাই
নিজের পরাণটা বাঁচাতে-
মামাকে ওরা সায়েস্তা করে
রাখে ভরে রাখুক খাঁচাতে।
দুই দিন পরে খবর দিলো
ওপাড়ার এক মাতালে
হাত পা ভাঙা কুংফু মামাজি
কোকাচ্ছেন হাসপাতালে।