যতন করে কাক পুষে কেউ
কাক সেতো নয় ময়না,
যতোই বুলি শেখাও তারে
সে যে কথা কয় না।


জনম জনম পরশী থাকে
কেউ কেউ আপন হয় না
কাঁটার ঘা-টা সইতে পারে
ফুলের টোকা সয় না।


খাঁচার ভেতর অচিন পাখি
সারা জনম রয় না।
পাপের বোঝা সদাই নিজের
অন্যেরা কেউ লয় না।।