(কবিতার আসরে নিরলস গুনীকবি সঞ্জয় কর্মকার-কে নিবেদিত কবিতা)


ভোটের সাথে নোটের যোগাযোগ ছিলো,
কান্তদারও..... ঝাপাঝাপির রোগ ছিলো,
দেখলে কারো মিছিল মিটিং,
হাত বাড়িয়ে নিতেন ফিটিং,
তিনি তখন সকল দলের লোক ছিলো!


ভোট পেরিয়ে কান্ত দাদা শান্ত এখন ঘরে,
কাজেকামে মন বসেনা উপায় কিযে করে,
গোল্ডলীফে নেই সুখের টান,
কে খাওয়াবেন চা আর পান,
শুয়েশুয়ে আঙুল গণে ভোট কতদিন পরে!