৮ই ফাল্গুন, এক ঝাঁক তরুণ।
পদশব্দ আর স্লোগানে,
মুখরিত চারদিক।


মস্তিষ্কের নিউরনে উন্মাদনা,
কন্ঠস্বরে একটাই বুলি,
রাষ্ট্র ভাষা বাংলা চাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই।


হঠাৎ রাইফেলের অস্তিত্ব,
রফিক, সালাম, জব্বার, বরকতের
বুক থেকে গড়িয়ে চলেছে,
তাজা রক্তের স্রোতধারা।


মুখে তখনও আধভাঙ্গা কম্পিত কন্ঠে,
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
রাষ্ট্র ভাষা বাংলা চাই।