কনকনে ঠান্ডায় জবুথবু চাঁদের আলো
উষ্ণতার খোঁজে পৃথিবী লুকোয় কম্বলে।
ছককাটা আনন্দ বেদনার মিথ্যে শহরে,
প্রেমিক যুগল বুঁদ হয় গরম চায়ের কাপে।


শাখাসিঁদুরের দিব্যিতে স্রষ্টাকে খুঁজি
নরপিশাচের দেয়ালে আলপনা আঁকি।
স্বীয় দর্শনে নিজেই যখন নর্দমার কীট,
অথচ সুশীল হয়ে মাথা উঁচু করে বাঁচি।