শেষ রাতের বৈরী হাওয়ায়,
ঝরে গেছে কত নব পত্রপল্লব।
নুয়ে পড়েছে সব সজীব ধানগাছ
অন্যমনস্কা হয়ে কৃষাণ-কৃষাণি।
হইতো মহাজনের রক্তচক্ষুর ভয়,
নইতো ছেলেপুলের অন্নের চিন্তা।


শ্যামার শরীরে থকথকে কালো ছোপ
যেনো নিখুঁত করে আঁকা কোনো চিত্রকর্ম ।
সে যে অপেক্ষার প্রহর গুনছে শুধুই
আজ নইতো কাল ঢলে পড়বে নিশ্চিত।
জীবনবৃত্ত যেনো সত্যিই এক আলপনা,
রঙ বেরঙ, এক ঝাপটায় আবার সব শেষ।