নিন্দুকের সিন্ধু জয় তাসেরঘর সম,
তৃষ্ণার্ত মুসাফির উৎকন্ঠিত মন।
বিকৃত চেতনার বিধ্বংসী সাধুতা,
ভাই, স্বার্থতায় কিশোরের আত্মাহুতি!


বলিষ্ঠ মিথ্যাচার, ঘুমন্ত জনপ্রতিনিধি,
আশার বুলি, আর হতভাগ্য জনতা।
অন্যায়ের পর্বতশৃঙ্গ, বিশাল জলাধার,
অসচ্ছতার অপচ্ছায়ায় আইনের প্রয়োগ!


চাটুকারের তৈলাক্ত মঞ্চের কারুশিল্প,
নেতৃত্বহীন তাল পাতার কুঁড়েঘর !
অথৈ সাগরে চিলেকোঠার সিপাই,
পাত বিহীন বক্র রেলপথে অন্তিম যাত্রা।