গম্ভীরতায় বিমর্ষ আজ সমস্ত আকাশ খানি,
আলো আঁধারের খেলায় মাতিয়া উঠিল ধরণী।
মেঘে মেঘে বাজিয়া উঠিলো মাদল আর,
স্বচ্ছ জলবিন্দু ভাসাইলো কালো পিচের রাস্তা।


স্নিগ্ধ সতেজতায় পরিপূর্ণ হইলো সদ্য ফোঁটা ফুল,
প্রকৃতির এই নিরাবরণ দেখিয়া উতলা হইলো মন।
সমগ্র দেহে পুলক জাগাইলো সুক্ষ্ম জলের ছিটা,
শীতল হাওয়া আর রিমঝিম শব্দে হারাইলাম আমি।
বাতাসে স্নিগ্ধ গন্ধের আবেশে বুজিয়া আসিলো চোখ,
সুখ স্বপ্নে ভাসিতেই হঠাৎ চমকিয়া উঠিয়া ভাবিলাম।


এই অবারিত বর্ষণ কি শুধুই ঝরে পড়া জলবিন্দু?
যা প্রকৃতিরে রাঙিয়ে যায় সহস্র হাজারো বার।
নাকি, এ কোনো এক অজানা ব্যথায়...
ঝরিয়া পড়া অন্তরীক্ষের ক্রন্দন!