এ দেয়াল হতে ঐ দেয়ালে,
ঘুরিয়া ফিরিয়া দীর্ঘশ্বাস ফালায়,
কালো ছায়ামূর্তি।


হঠাৎ এক মুহূর্ত দাঁড়ায় থমকিয়া,
অস্থিরতা জাঁকিয়া বসে,
তাহার সমগ্র সত্তা জুড়িয়া।


কর্দমাক্ত হৃদয়ের ক্লেশে,
ভীতসন্ত্রস্ত মনে,
ঘিরিয়া ধরে আঁধার।


পাপের বোঝায় ক্লান্ত দেহ,
এলাইয়া পড়ে,
শক্ত তক্তপোশে।


একি প্রায়শ্চিত্ত?
নাকি সেই কিশোরীর,
আত্মার অভিশাপ!