গাছে হরেক রকমের ফুল ফুটেছে,
লাল হলুদ সবুজ।


লাল ফুলে নাকি আবার বিষ এসেছে!
এক ছোঁয়াতেই প্রাণবায়ু বেরিয়ে যায়।


হলুদ ফুলের ছোঁয়ায়
বাঁচা মরাও নাকি সব উনার হাতে।
একবার সুতোয় টান পড়লেই বেশ,
নইতো পাড়ি দিয়ে জীবন পার।


সবুজ ফুলের প্রাপ্তির আশায়,
কানায় কানায় চারদিক লোকে লোকারণ্য,
আশা শুধু একটাই,
যদি তার ছোঁয়ায় প্রাণটা বেঁচে যায়।