কৃষ্ণচূড়ার শেকড় রক্তাক্ত,
হিজল তমালে বৈরী বাতাস।
সর্ষের মাঠ ধূসরে ছেয়েছে,
নিকোষ কালো নীল আকাশ।


        নিভু-নিভু চেরাগ
অথচ পুরো কৌটা তেলে ভর্তি।
বারংবারে নিস্তেজ জোনাকিদের,
      লুসিফারিনে ঘাটতি।


আলজ্রেবরায় এক্স ওয়াই আছে
তবু... বামপক্ষ সমান ডানপক্ষ হচ্ছে না।
ল.সা.গু আর গ.সা.গু আছে
তাও... উৎপাদকে সমাধান মিলছে না।


থমথমে নিস্তব্ধ চারদিক,
দু'একটা গরম নিঃশ্বাস।
শঙ্কিত মনুষ্যজাতি,
ঘর্মাক্ত নোনতা শরীর।


এ কিসের আলামত?
যা সৃষ্টিকর্তার আরশ নেড়েছে।
নাকি হিংসা, ঈর্ষা, অভিযোগ?
প্রকৃতি আর দোপেয়ে'র...