দখিনা হাওয়া এসে এলোমেলো চুল তোমার,
সম্বিত ফিরে পেয়ে হাত বুলিয়ে আবার ঠিকঠাক।
পাশ ফিরে আবারও সেই নিষ্পাপ চাহনি,
ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসি।


হাতে হাত রেখে সবুজে মিলিয়ে যাওয়া,
কিংবা নীলাভ আকাশে শুভ্র মেঘে হারিয়ে যাওয়া।
নইতো পূর্ণিমায় ডিঙি নৌকোতে নিস্তব্ধতায়,
জল স্পর্শে ছিটেছিটি আর অট্টোহাসিতে মত্ত হওয়া।


হাট থেকে লাল রেশমি চুড়ি আর রক্তজবার আলতা,
লুকোচুরি করে ভয়ার্ত চোখে প্রেয়সীকে দেখে আসা।
কখনও পিছন জানালায় হাতে হাত ধরে দৃঢ় প্রত্যয়,
আসুক যতো ঝড় ঝঞ্ঝাট দুজন শুধু দুজনার।