লোহার শিক গলে নরম রোদের প্রবেশ
মৃদুমন্দ বাতাসে ভাবাবেগের জন্ম।
আনাড়ি গলায় দু-এক লাইন সুরের সৃষ্টি,
বাহু মেলিয়া বাতাসে আলিঙ্গন।


বাহিরপানে শান্ত প্রকৃতি,
আদিত্যের তীর্যক আলো।
রৌদ্রছায়ায় ভারতনাট্যম আর
রুষ্ট মনে তৃপ্তির হাসি।


কার্নিশে মুষ্টিবদ্ধ হাতের রুক্ষতা,
নীল আকাশপানে জোর প্রার্থনা...
অবরুদ্ধ এই আমি শিকল ছিড়ে
উড়ে যায় দূর বহুদূর..মিশে যায়,
কোন এক বন্য পাখির ঝাঁকে...