দুপুর রাতের চিৎকার
বুকের কম্পন বাড়ায়।
অথচ শিমুলের ঝরা পাতায়
নেই কারও সংশয়...


অগ্নুৎপাতের উৎপত্তির নেশাডলে
ওজন স্তরের তীব্রতা ম্লান প্রায়!


তিন দশকের পুনরাবৃত্তির
সেই সাগরলতার,
কথা কি আর মনে পড়ে...


জানি নেই, সব কিছুই যে গতানুগতিক।
সমসাময়িক জঞ্জালে ভরপুর,
তুমি, আমি, আমরা সবাই...


আবার হইতো
কোনো এক ভাবাবেগের
স্রোতে পাড়ি দেবো নতুন দিগন্তে,
আছড়ে পড়বো,
ভাবলেশহীন মনুষ্যত্ব বিহীন
তর্কযুদ্ধের দ্বীপে...