আকাশে তারারা মিটিমিটি জ্বলছে,
যেনো সহস্র হীরক খন্ডের দ্যুতি।
জ্যোতিময় আকাশটাও আজ রহস্যময়ী;
পুলকিত, শিহরিত আজ এই রাত।
হীম শীতল বাতাসের ডানায় বেলীর সুবাস,
হৃদয়ে পুলক জাগায় নতুন ভালোবাসার আভাস।
এসোনা ভিজে যাই দুজনে এই নরম আলোয়,
মুছে যাক সব কষ্ট,যন্ত্রণা এই রাত্রি কালোয়।


তুমি আছো কি এ অন্ধকার আলোর দিগন্ত লগ্নে!
হৃদয় যেথায় কষ্ট পায় অনাকাঙ্ক্ষিত ভগ্নে।
তোমায় নতুন করে ভালোবাসতে যে চাই,
মার্তন্ডের দুযতি নিয়ে হৃদয়ে যার ঠাঁই।


তুমি রবে কি আমারি?
তোমায় সর্বোচ্চ ভালো কি বাসতে পারি?
তোমায় কি মুক্ত করতে পারব আমি?
অথবা তুমি কি সত্যিই মুক্তিকামী?


হাজারো ভাবনা মোরে যাতনা দেয়,
শত রাত্রির অনাবিল ঘুম কেড়ে নেয়।
আজও নিকষকালো আকাশ পানে বসে ভাবি,
যোগ বিয়োগের অংকটি কেনো মিলে নাই?
তবুও এই রাত্রির পবিত্র নিস্তব্ধতায়,
একান্তে আমি শুধু তোমাকে চাই।