ঘুর্ণমান চক্রের বিপরীতে আমি
      যেমনটি,
ভস্মীভূত কাঠকয়লার ছাই।
             নইতো,
জোয়ার-ভাটার মহাকর্ষীয় বলের শর্ত,
                   কিংবা,
রংধনুর আলোর বিচ্ছুরণের উৎকৃষ্ট উদাহরণ।


কিশোরীর চুলে গোজা অলকানন্দা ফুল,
হাস্যজ্বল মনে ছুটে চলা মাঠঘাট তেপান্তর।
উদ্দীপ্ত মনের উচ্ছ্বাসে প্রকৃতিও মাতোয়ারা
আচমকা বিকৃত নরপিশাচের শিশ্নের উন্মাদনা
আর গুদামঘরে শ্বাসরুদ্ধ নিথর দেহ,
সিঁদুর লালে জবথব মেঝে আর যোনীপথ...