সন্ধ্যে বাতি নিভু নিভু প্রায়
ওষ্ঠদ্বয়ে মৃদু ঝড় বয়ে যায়।


       একজোড়া মুষ্টিবদ্ধ হাতের উত্তাপ
        চাঁদের আকাশে আলোর বিলাপ।


বেশ্যা পাড়ায় আজও নোনাজল বয়ে যায়
হার্জবার্গের প্রেষণা তত্ত্বে সমাজে হেঁটে বেড়ায়।