কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল আর তিন খন্ডের দেহ..
অমেরুদণ্ডীও বটে..এই হলো কীট বা পতঙ্গ।


অথচ দিব্যি মেরুদণ্ড আর উন্নত মস্তিষ্ক নিয়েও
হোমোস্যাপিয়েন্স প্রাণীরাও নাকি আজকাল
অমেরুদণ্ডী কীটের ন্যায় আচরণে মত্ত!


দশ বিলিয়ন নিউরনকে আর...
পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ কে উপেক্ষা করে
আর্থোপ্রোডা পর্বের প্রাণীর ন্যায় আচরণ!


          তবে কি তারা রূপান্তরিত?
          নাকি শ্রেণিবিন্যাসে বিলুপ্ত!


স্রষ্টার সৃষ্টির সেরা জীবের এমন নিকৃষ্টতায়,
ঘৃণ্যতা ঝরছে আজ ধরণীর সমস্ত প্রাণিকুলে...