কালের বিবর্তনের দরজা বন্ধ
অন্ধের একতারায় দারুণ ছন্দ


জোছনার আলোয় ক্রন্দসীর নোনাজল দেখা যায়।
ধূসর গোধূলিতে ভগ্নহৃদয়ে হিমু একাকী হেঁটে যায়।


আচ্ছা, প্রস্ফুটিত নাইট কুইনের রূপ কি
যুবতীর সুডৌল স্তনের চেয়েও সুন্দর নয়!


অস্তমিত সূর্যে অশনি সংকেত কারা খুঁজে?
তবে তারারাও যে পেঁচার মতোই নিশাচরী।
রবার্ট ফ্রস্টের A Passing Glimpse কবিতার মর্মার্থ কি আমরা বুঝতে চাই?
সুশীলের মাথাব্যথা যে শুধু নিশীথিনীদের ঘিরেই।


আমি রক্তিম সূর্যে শহিদের রক্ত দেখি
সাগরলতাদের জমানো অভিযোগ শুনি।
চড়ুইভাতিতে দুপুরের আহার সারি,
ঘোমটার আড়ালে নববধূর লাজুকলতা খুঁজি।