সন্ন্যাসীর ধ্যানে অস্পষ্ট ছবির স্কেচ
আড়ষ্ট হৃদপিণ্ডে থমথমে পরিবেশ।
পরিপাকে ভেজাল আন্ত্রিক রস নিঃসৃত
চাকতাইখাল কলঙ্কের চাদরে আবৃত।


সংযমের মাস সংঘাত দিয়েই পরিপূর্ণ
অভুক্ত পেট আজও রয়ে গেছে অপূর্ণ।
অভিযোগের পঙক্তিমালা হাতে ধেনু,
অথচ বিকলাঙ্গ সমাজের আকাশে রংধনু।


তন্দ্রাবিলাসী, তুমি এক চিলতে হাসো।
লজ্জাবতীদের কি, আজও ভালোবাসো...