দারিদ্র্য আর দরিদ্রতার
শিকলে আর কত?
আমার যে মন কাঁদে,
ষাটোর্ধ বৃদ্ধ কিংবা বৃদ্ধা।
নইতো দশ বছরের,
বালকের কোলে ছোট্ট শিশু।


স্রষ্টা, তারা যে তোমারই সৃষ্টি।
তবে এতো ফারাক কিসে?


বিলাসিতার পাহাড়,
আর অন্নের জন্যে
হন্নে হয়ে পথে প্রান্তরে,
অভুক্ত হাত ডাস্টবিনে কি খোঁজে?


সবই কি নিয়তি?
নাকি স্রষ্টার শক্তি!
উত্থান পতন!
সুখ দুঃখে,
বিশ্বাস আর,
অবিশ্বাসের যুক্তি?