আদিত্যের চোখে তখনও ঘুম
সুবেহ-সাদিকের ক্ষণ।


পাখিদের কলকাকলি
নতুন ভোরের জানান দিচ্ছে।


আমিও বিছানা ছেড়ে
বারান্দায় এসে দাঁড়ালাম।


কদম গাছের ভাত শালিকটি
মাত্র আহারের খোঁজে উড়ে গেলো।


টনুর বাবাও বেরিয়ে পড়লো
গতরখাটার কাজে...


দুপুর ঘনিয়ে বিকেল
সন্ধ্যে নেমে এলো বলে..


ভাত শালিকটি মাত্র ভরপেটে
নিজ নীড়ে এসে ঢুকলো।


অথচ..টনুর ঘরে কান্নার শব্দ
ভাত দেও খিদা লাগছেতো...