স্তব্ধতার অতলান্তে হারিয়েছে সবি,
বধ হয়েছে পুরো মনুষ্যজাতি।
কিন্তু প্রকৃতি যে স্রষ্টারই সৃষ্টি,
সে ছুটে চলেছে অপ্রতিরোধ্য,
দুর্বার গতিতে আপন মহিমায়।


সৃষ্টি ধ্বংসের হোলি খেলায়,
ধ্বংস কেনো বারে বার জিতে যায়?
সেকি আশরাফুল মাকলুকাত তাই?
নাকি স্রষ্টার রহস্যময়তা ভাই?


দেখো নগ্ন সৈকতের বালিয়াড জুড়ে,
কত গোলাপি-অতিবেগুনী ফুল বাতাসে দুলে।
এ তিন দশক তারা কই লুকিয়েছিলো?
নাকি দোপেয়ের অত্যাচারে আত্নগোপনে ছিলো?


আজ সাগরলতার প্রবল ভাবাবেগে,
প্রকৃতিও তার যৌবন উন্মুক্ত করেছে।
যেনো সদ্য তরুণীর প্রবল প্রসারতা
তবে কি তুমি বিনেই এখন
ভালো আছে সমুদ্রসৈকত?