লণ্ডভণ্ড করে দাও তুমি
কালবৈশাখির ঘূর্ণি হয়ে,
কিংবা ঝরে পরো তুমি,
আষাঢ়ের শ্রাবণ হয়ে।
ভাসিয়ে নাও তুমি,
জলোচ্ছ্বাস হয়ে।
কাঁপিয়ে দাও নইতো,
মৃদু ভূকম্পন হয়ে।


তবু তুমি আসো হে প্রিয়া,
তোমা বিনে আমি যেনো,
চৈত্রের তাতানো রোদে,
ফেটে যাওয়া পথ-প্রান্তর।
নির্ঘুম প্রতিটি রাত যেনো
কল্পকথার আরব্য রজনী।