ভাবনার মাঝে এক কুঠির প্রকোষ্ঠ,
বাতাসে বিভীষিকাময় ঘ্রাণ।
চুপিসারে নিশিতে বহিছে প্রলয়,
উত্তাল এই মনের ঘর।


বিষন্নতায় ভরিছে ভুবন,
নব পল্লবে নেই সজীবতা।
হাহাকারে ক্লান্ত হৃদয়ের জমি,
আর এক টুকরো এই আমি।


ছিন্ন- বিছিন্ন যাতনায়,
আঘাত সহিবার না পারি।
হতাশার দেয়ালে নখের আঁচড়,
ক্ষত- বিক্ষত নরম আদর।


আরশিতে এ কার প্রতিচ্ছায়া,
ব্যঙ্গাত্মক চাহনি আর অট্টহাসি।
তীব্র ব্যথা, অব্যক্ত অনুভূতি,
আর কষ্টে জর্জরিত এই আমি।