পাঁজরের হাঁড় গুলো সব
সংকোচিত হয়ে এসেছে।


ফুসফুসে অক্সিজেনের
উপস্থিতি নেই বললেই চলে।


আজকাল হৃদপিণ্ডে..
অলিন্দ আর নিলয়ের,
ঠিক বনিবনাটাও হচ্ছেনা।


উষ্ণ রক্তে শীতলতা...
রক্তকণিকার মন্থরগতি,
হাজারো প্রশ্নের জন্ম দেয়।


প্রাণভরে শ্বাস নেয়নি বহুদিন
ভয় হয়...কখন জানি
হৃদস্পন্দন থেমে যায়।