এই বাংলার সোনার গ্রামে
হেসে উঠেছে সোনালী রোদ,
সকাল বেলায় পাখি ডাকে
কেমন লাগে আমার মন।
সকাল গেলো,এলো দুপুর
খুশি লাগে মনের ভিতর,
গেলো দুপুর,এলো বিকাল
বনে ডাকে অনেক শিয়াল।
কচি বালকেরা করছে খেলা
এই অবশেষ বিকাল বেলা,
সোনালী ক্ষেতে ধানে ভরা
খুশি কত কৃষকেরা।
দেখে মন লাগে যেন
এই যায়গাটা আমার চেনা,
তারপর এলো সন্ধ্যা
ফুটে গেলো রজনী গন্ধা।
কুয়াশাতে ঢেকে গেলো এইযে ছোট গ্রাম
মনে হয় যে দেখবো তাকে আবার এককাল।
বাংলাদেশের একটি জেলা,নামটি খাগড়াছড়ি
ইউনিয়নে থাকি আমি,নামটি তবলছড়ি,
তবলছড়ির মাঝে ছিলো,গ্রামটি সিংহ পাড়া
বাংলার এই গ্রামটিতে আমার জীবন গড়া।।