যখন প্রাণ ছলে যাবে,ঐ আঁধারে ডাকবে আমায়
তবু এই দেহটি হাজার ভীরে, খুঁজবে তোমায়।
তোমায় তখন ডাকবো আমি,শুনবেনাতো তুমি
জীবন যাবার কালে আসবেনা,তাও জানি আমি।
রাজার মতন সাজাবে আমায় নেবে পালকি করে
পবিত্র শ্লোগান সবার মুখে মুখে বাজিবে।
হঠাৎ করে জানবে তুমি আমি ছলে গেছি
অশ্রুজলে ভাসাবে তখন আমার দুয়ারে এসে।
ডাকবে তুমি পিছু পিছু শুনবোনা আর আমি
আমার স্মৃতি ভেবে কাঁদবে তাও আমি জানি।
রাজার মতন পালকি থেকে নামাবে আমায়
শুয়ে থাকবো সারা জনম আমি সেথায়।
আমি শুয়ে থাকবো ঘরে একা
ঘুমের ঘরে সপ্ন দেখবো নিরালা।
আঁধার ঘরে কাঁটাবো জীবন একা একা
পারলে আমার সাথে করিও তুমি দেখা।
মরেও আমি তোমার জন্য করবো অপেক্ষা
তবুও প্রেমের টানে তুমি করিও দেখা।