ঐ আকাশে হাজার তারকা
                        ওঠেছে এই রাতে,
তারই সাথে চাঁদ ওঠেছে
                         হাজার তারার মাঝে।
চাঁদের আলো দেখতে সুন্দর
                          রুপালী আলো মাঠে,
কয়েকদিন থেকে চাঁদ
                          ডুবে যায় শেষে।
অন্ধকারে তারা গুলো
                          একটু আলো মেলে,
সবুজ গাছের ছায়া গুলো
                         অন্ধকারে যায় মিশে।
এই শোকেতে তারা গুলো
                         একটু কেঁদে বলে,
মোদের চাঁদ হারিয়ে গেলো
                         আসবে আবার কবে।
তারার মাঝে প্রশ্ন জাগে!
একটু খানি ছোঁয়া দিয়ে
                           গেলো কোথায় অবশষে।
তাই আমার মনটা ভাবে
                           হাজার মানুষ তারা হলে,
তুমি আমার চাঁদ হবে
                           শুধু এই মন বলে।