মাঠের ঐ পাশেতে ছোট গ্রাম
                           নামটি আবিদ পুর,
এক গ্রাম্য মেয়ে ভালোবাসতো
                           দিতো হাতে ফুল।
জানিনা আজ সেই মেয়েটি
                          কথায় কি নাম ঝপে,
এখনোকি সে আমাকে
                         আগের মতোই বাসে?
গ্রাম্য মেয়েটি ছিলো সরল
                           নেই চোখে তার রাগ,
চোখে চোখে চোখ পরিলে
                         হাতে রাখতো হাত।