একদিন ছলে আসবে সেদিনটি আমার ধারে।
যেদিন আমায় ডাকবে সেই পরপারে।
আমি পরিয়া রব খালি বিছানার পরে।
কাঁদবে সজন সবাই হারিয়ে শুধু মোরে।
এক দল লোক যাবে কবর করতে,
যেখানে আমার নতুন জীবনের নতুন বাসর।
আমার মায়ের কলিজার বাধন ছিরিয়া,ছলে যাবো নতুন কোন এক ঠিকানায়।
আমার মা চিৎকার করে বলবে, হে আল্লাহ তুমি আমাকে নিলেনা কেন?
পাগল হয়ে যাবে আমার জননী।
আরেক দল লোক আসবে কাপনের কাপর নিয়া।
আমার বাবা নির্জন  কাঁদবে, তার বুকের পাটাটি চূর্ণ হয়ে যাবে।
আরেক দল লোক আসবে বরই পাতা গরম পানি করতে।
আমার চোট বোন কাঁদবে ভাইয়া ভাইয়া বলে,জরায়ে ধরে মোরে।
থাকবেনা আর তাদের সাথে, খাবোনা আর এক সাথে।
আরেক দল মশারি ঝোলাবে গোসল করাবার জন্য।
সেই ছোট ভাইটা কাঁদবে, জোরে জোরে চিৎকার করে।
এক দল আসবে খাট নিয়া, লইয়া যাইতে মোরে।
ওহ………কি শোকেতে কাঁদবে সংগীনি,কি হারায়ে কাঁদবে।
থাকববোনা আর একই সাথে, পুণিমার ঐ রাতে।
একদল এসে সাজায়ে দিবে, শেষ বারের মত বলে।
দেখে নিবে সবাই মোরে, রাখবেনা আর মনে।